নাঙ্গলকোট প্রতিনিধি :
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের অষ্টগ্রাম (কাকির পাড়া) গ্রামের প্রতিবন্ধী আবুল বাশারের ৬ বছর বয়সী কন্যা মাতৃহারা হাফছাতুন ফারিয় আগুনে পুড়ে যায়। বর্তমানে সে শেখ হাসিনার জাতীয় বার্ণ ও প্লাষ্টিক সার্জারী ইনষ্ট্রিটিউট হাসপাতালের ঝউঙ-১৫ নং সিটে ভর্তি আছে।
দীর্ঘ কয়েক মাস যাবত চিকিৎসা করতে গিয়ে আবুল বাসার প্রায় রিক্ত হস্ত হয়ে পড়েন। এ দিকে ডাক্তার বলেছেন যে তার প্লাস্টিক সার্জারী করতে হবে।
তে অন্তত ৩,০০,০০০/- টাকা প্রয়োজন। কিন্তু বাসারের পক্ষে এত টাকা জোগাড় করার আদৌ সম্ভব নয়। তাই মেয়ের চিকিৎসায় দেশের বৃত্ত বানের সাহায্য করছেন।
Leave a Reply