লাকসাম প্রতিনিধি :
লাকসাম পৌরসভার মেয়র অধ্যাপক মোঃ আবুল খায়েরের সার্বিক সুস্থ্যতার জন্য দেশ-বিদেশের সকল শুভাকাঙ্খীদের কাছে দোয়া কামনা করেছেন পরিবারের সদস্যরা।
পারিবারিক সূত্রে জানা যায়, গত কয়েকদিন যাবৎ ঠান্ডাজনিত অসুস্থ্যতায় ভুগছেন মেয়র আবুল খায়ের। বর্তমানে তিনি চট্রগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। মেয়রের সুস্থ্যতার জন্য দেশ-বিদেশের সকল শুভাকাঙ্খীদের কাছে দোয়া কামনা করেছেন তার পরিবারের সদস্যরা।
উল্লেখ্য, সম্প্রতি বেসরকারি ভাবে ২য় বারের মত লাকসাম পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছেন অধ্যাপক মোঃ আবুল খায়ের। এর আগে গত ৫ বছর তিনি সততা ও নিষ্ঠার সাথে লাকসাম পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করে স্থানীয় সরকারমন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপির নির্দেশনা মোতাবেক লাকসাম পৌর শহরকে উন্নয়ন সমৃদ্ধ নগরীতে রূপান্তরিত করেছেন। উন্নয়নের পাশাপাশি চলমান করোনাকালে পৌর শহর পরিচ্ছন্নকরণ এবং পৌর নাগরিকদের স্বাস্থ্য-সুরক্ষা নিশ্চিৎকরণে নিরলস ভূমিকা রাখছেন তিনি।
Leave a Reply