নিজস্ব প্রতিনিধি : লাকসামে প্রয়াত ভাষা সৈনিক আব্দুল জলিলের স্মরণ সভা, আত্মার মাগফেরাত কামনায় মিলাদ-মাহফিল ও দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়েছে। ভাষা সৈনিক আব্দুল জলিল-নুরজাহান স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে শুক্রবার বাদ জুমা পৌর ৬নং ওয়ার্ডের বাতাখালী হাফেজিয়া মাদরাসা ও এতিমখানায় এই স্মরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রয়াত ভাষা সৈনিক আব্দুল জলিলের পুত্র নুর উদ্দিন জালাল আজাদের আয়োজনে স্মরণ সভা ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন লাকসাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম হিরা, সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক মশিউর সেলিম, বিশেষ মেহমান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল আলী, লাকসাম উপজেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের সভাপতি ও গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন শামিম, পৌর ৬নং ওয়ার্ড নবনির্বাচিত কাউন্সিলর মোঃ আবু ছায়েদ বাচ্চু, ৯নং ওয়ার্ড বর্তমান কাউন্সিলর গোলাম কিবরিয়া সুমন, রফিকুল ইসলাম হেলাল, সিনিয়র সাংবাদিক এস দোহা, সাংবাদিক এম এস আই জসিম, মহি উদ্দিন মোল্লা, ফারুক আল শাহরাহ, রফিকুল ইসলাম শান্ত, আব্দুর রহিম, আহমেদ তমিজ উদ্দিন চুন্নু, মাসুদুর রহমান, আব্দুল মান্নান, শাহ্ নুরুল আলম, আব্দুল কাদের অপু, দেবব্রত পাল বাপ্পি, জাহিদ হোসেন, আব্দুর রহমান, আব্দুর রশিদ প্রমুখ।
Leave a Reply