প্রথম টিকা নেন উপজেলা নির্বাহী অফিসার মো: মাসুদ রানা।
মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম :
কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভ্যাকসিন নিবন্ধন বুথ ও টিকাদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে রোববার সকালে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো: মাসুদ রানা।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো: হাসিবুর রহমান, চৌদ্দগ্রাম ও নাঙ্গলকোট সার্কেলের সিনিয়র এএসপি সাইফুল ইসলাম সাইফ, আবাসিক মেডিকেল অফিসার ডা: গোলাম কিবরিয়া টিপু, চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ শুভ রঞ্জন চাকমা, শিক্ষক নেতা মজিবুর রহমান বাবলু সহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
Leave a Reply