মোঃ হুমায়ুন কবির মানিক :
কুমিল্লার মনোহরগঞ্জে বসত বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। উপজেলার লক্ষণপুর ইউনিয়নের নারায়নপুর গ্রামে মকবুল সাহেবের বাড়িতে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় বুধবার মোঃ শাহজাহান বাদী হয়ে মনোহরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযুক্তরা হলেন- একই গ্রামে মৃত আবুল হাসেমের ছেলে আবুল বশর (৫৫), সহোদর মোঃ আবুল কাশেম (৫০), আবুল বশরের তার ছেলে মো. নাছির (২৫) ও মোঃ এমরান হোসেন (১৮), দেলোয়ার হোসেনের ছেলে মোঃ নাছির (৩০), আলমের ছেলে মোঃ জিয়াউর রহমান (৩৫), নুরু মিয়ার ছেলে মোঃ বক্কর (৪০) সহ অজ্ঞাত ৫/৬জন।
অভিযোগে জানা যায়, জায়গা-জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে গত ৮ ফেব্রুয়ারী মোঃ শাহজাহানের বসত বাড়িতে পরিকল্পিতভাবে হামলা চালায় ওই বিবাদীগণ। এ সময় মোঃ শাহজাহানের বসত ঘর ভাংচুর, মালামাল লুট ও গাছপালা কেটে নিয়ে যায় বিবাদীগণ। এ ঘটনায় প্রায় পনেরো লক্ষ টাকার ক্ষতির শিকার হন বলে জানান মোঃ শাহজাহান।
স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম জানান, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাটি অমানবিক, ও বর্বোচিত।
মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মেজবাহ উদ্দিন ভূঁইয়া জানান, এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply