1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৬:৩৮ পূর্বাহ্ন
১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

লাকসামে আক্রান্ত বেড়ে ৪৪ : করোনা উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু

  • প্রকাশকালঃ মঙ্গলবার, ২৬ মে, ২০২০
  • ৯৫৪ জন পড়েছেন

লাকসাম প্রতিনিধি : 
কুমিল্লার লাকসামে করোনা উপসর্গ নিয়ে সনাতন ধর্মাবলম্বী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তার নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠিয়েছে উপজেলা করোনা র‌্যাপিড রেসপন্স টিম। আজ (২৬ মে) নতুন করে আরো ৫ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ৪৪ জনে দাঁড়ালো।
জানা গেছে, শংকর চন্দ্র সরকার (৬৫) নামে ওই বৃদ্ধ পরিবারের সাথে ব্যবসায়ী সাইফুলের বিল্ডিংয়ে ভাড়া থাকতেন। করোনা উপসর্গ নিয়ে সোমবার (২৫ মে) সন্ধ্যার পর তিনি মৃত্যুবরণ করলে পরিবারের লোকজন তড়িঘড়ি তার লাশ দাহ করার উদ্যোগ নেয়। এতে সন্দেহ হলে স্থানীয় লোকজনের মারফত খবর পেয়ে প্রশাসন ও করোনা রেন্সপন্স টিম শ্মশানে গিয়ে লাশ আটকে নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠায় এবং পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে থাকতে বলেন।
লাকসাম উপজেলা র‌্যাপিড রেন্সপন্স টিম প্রধান ডাঃ আবদুল আলী জানান, লাকসাম পৌর শহরের দক্ষিণ লাকসাম (সাহাপাড়া) এলাকার বাসিন্দা শম্ভু চন্দ্র সরকারের ছেলে শংকর চন্দ্র সরকার ওইদিন সন্ধ্যায় নিজ বাসায় করোনার উপসর্গ নিয়ে মারা যায়। তিনি কাশি ও হৃদরোগে ভুগছিলেন। তার নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট আসলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।
এদিকে, উপজেলায় নতুন করে আরো ৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে একটি ওয়ার্ডে বাপ-বেটা ও এক ব্যাংক স্টাফসহ ৩ জন এবং অপর ওয়ার্ডের একজন ও গোবিন্দপুর ইউনিয়নের এক নারী রয়েছেন। আক্রান্তরা আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। পূর্বে আক্রান্তদের মধ্যে চিকিৎসক, ব্যবসায়ী, হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব), ওটি বয়, ওষুধ কোম্পানীর মেডিকেল প্রমোশন অফিসার, ফার্মেসীর মালিক, স্বাস্থ্য কর্মী, পুলিশ কর্মকর্তা, গৃহিনী ও চাকুরিজীবি।
করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়ে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ আবদুল আলী জানান, শংকর চন্দ্র সরকার উপসর্গ নিয়ে মারা যাওয়ায় নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে। নতুন করে ৫ জনের পজেটিভ ধরা পড়েছে। উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ৪৪ জন। আক্রান্তদের মধ্যে ১৩ জন সুস্থ হয়েছে। বাকীরাও ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম