মোস্তাফিজুর রহমান :
১৫ই ফেব্রুয়ারী লাকসাম নবাব ফয়েজুন্নেছা চৌধুরাণীর বাড়িতে ব্যাতিক্রমধর্মী সাহিত্য আড্ডা উদযাপন করেছে লাকসামের বইপোকাদের “আমরা বইপ্রেমি” সংগঠন। শুরুতেই সংগঠনের পরিচালক মোস্তাফিজুর রহমান মাসুদের প্রাণবন্ত উপস্থাপনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের অন্যতম সদস্য ফখরুল ইসলাম।
বই পড়ার গুরুত্ব নিয়ে আরো বক্তব্য রাখেন লাকসামের কবি নামে খ্যাত, কবি মাইনুল ইসলাম রাসেল। সংগীত পরিবেশন করেন বিশিষ্ট কবিও সাহিত্যিক মাহমুদুল হাচান নাসিম, আবৃত্তি করেন কবি ইসরাত জাহান আরজু। গান, কবিতা, বক্তৃতায় তারা ভারতবর্ষের মোগল সাম্রাজ্যের শেষ ও ব্রিটিশ শাসনের শুরুর দিকের উর্দু এবং ফার্সি ভাষার কবি মির্জা গালিব এবং আধুনিক বাংলা সাহিত্যের শক্তিমান লেখক, কবি আল মাহমুদের জীবনী সাহিত্যকর্মের নানা দিক তুলে ধরেন এবং এই মহান দুই কবির আত্মার মাগফিরাত কামনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের শুভাকাঙ্ক্ষী: কবি মাইনুল ইসলাম রাসেল, কবি মাহমুদুল হাসান নাছিম, সংগঠনের সদস্য, কবি,ইসরাত জাহান আরজু, কবি ফখরুল ইসলাম, সায়মা সুলতানা, মামুন মুজাহিদ, জিলানী, আজহারুল ইসলাম রিফাত, সাজ্জাদ আফ্রিদি, সাব্বির হোসাইন, অমিত, মাহফুজুর রহমান, শান্ত প্রমুখ।
ব্যাতিক্রমধর্মী আড্ডার অংশ হিসেবে গান, কবিতা, আবৃত্তি, আড্ডায় মুখরিত ছিলো লাকসাম নবাব বাড়িতে আগমনকারী প্রত্যেক পর্যটকদের এবং কৌতূহল সৃষ্টি করেছে স্থানীয় মানুষদের মনেও।
Leave a Reply