মোজাম্মেল হক আলম, লাকসাম :
লাকসাম পৌরসভার ১নং ওয়ার্ডে ২য় বার কাউন্সিলর নির্বাচিত হওয়ায় ওই ওয়ার্ডের নশরতপুর ও শ্রীপুর গ্রামবাসীর উদ্যোগে মোহাম্মদ উল্লাহ ও ১,২,৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর নাসিমা আক্তারকে গণ-সংবর্ধনা দেয়া হয়েছে। শুক্রবার (১৯ফেব্রুয়ারী) বিকেলে শ্রীপুর মধ্যপাড়ায় গ্রামবাসীর আয়োজনে এ সংবর্ধনা দেয়া হয়।
ওয়ার্ড আওয়ামীলীগ নেতা ডাঃ আবদুল হাকিমের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সদস্য আমিনুল ইসলামের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী ডাঃ নাসরিন আক্তার, ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মাস্টার আবদুল আউয়াল, রতন, উপজেলা যুবলীগ সদস্য মাহবুব মোর্শেদ ফারুক, উপজেলা স্বেচ্ছাসেবক রীগ সদস্য শুকুর আলী, ওয়ার্ড স্বেচ্চাসেবক লীগ সভাপতি আবদুল কাদের হুরণ, সহ-সভাপতি আবুল হোসেন হেলাল, সাংগঠনিক সম্পাদক আবদুল করিম, ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি সোহাগ, গ্রাম কমিটির আওয়ামীলীগ সভাপতি রফিকুল ইসলাম, মাস্টার মোহাম্মদ আলী, সর্দার আবদুল মালেক প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে এলাকাবাসী বিগত ৫বছরের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের জন্য কাউন্সিলর মোহাম্মদ উল্লাহকে সাধুবাদ জানান এবং আগামীদিনে অবশিষ্ট কাজগুলো দ্রুত সম্পাদন করে এলাকার শতভাগ উন্নয়ন সফলভাবে শেষ করবেন বলে তারা আশা ব্যাক্ত করেন। পাশাপাশি লাকসাম-মনোহরগঞ্জের উন্নয়নের অগ্রদ্রুত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Leave a Reply