লাকসাম প্রতিনিধি :
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে লাকসাম কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, পৌরসভা, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের হাজারো মানুষের ঢল নামে।
রাত ১২টা ১ মিনিটে প্রথমে উপজেলা প্রশাসন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় নেপথ্যে বাজছিল অমর একুশের কালজয়ী গান, আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী। ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর উপজেলা চেয়ারম্যান ও র্নিবাহী কর্মকর্তা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।
লাকসাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. ইউনুছ ভুঁইয়া দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে দলের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
এদিকে লাকসাম পৌরসভার মেয়র অধ্যাপক আবুল খায়েরসহ পৌর পরিষদের পক্ষ শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
প্রথম প্রহরে শহীদ মিনারে একে একে আরও শ্রদ্ধা নিবেদন করেন, পৌরসভা আওয়ামী লীগের পক্ষ থেকে দলের সাধারণ সম্পাদক ও
উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোঃ মহব্বত আলী, উপজেলা যুবলীগ, উপজেলা ও পৌরসভা ছাত্রলীগ, বিভিন্ন রাজনৈতিক দল, সহযোগী সংগঠন, সামাজিক, সাংস্কৃতিক, ছাত্র, যুব, শ্রমিক, কৃষক সংগঠনের নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষ।
ফুলে ফুলে ছেয়ে যায় শহীদ মিনারের বেদি। শ্রদ্ধা নিবেদনের পরই শহীদ মিনার সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। সর্বস্তরের মানুষ শহীদ মিনারে প্রবেশ করে ভাষা শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানাচ্ছেন।
একুশের প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে ছিল কঠোর নিরাপত্তা।
Leave a Reply