হৃদয়টা কে দুই ভাগ করে নাম লিখেছি তোর
নিলেনাতো পরাণ বন্ধু সেই, মনেরই খবর।
তুই যে মোর হৃদস্পন্দন
প্রতিটি নিঃশ্বাস
তোরে ছাড়া যায়না থাকা তুই বাঁচার আশ।
তোর জন্য মরতে পারি
তুই যে চলার সাথি।
আঁধার ঘরের তুই আমার পূর্ণিমার ই বাতি।
হৃদয়টা যে শূন্য শূন্য তোর ছোঁয়া ছাড়া
তোর স্মৃতি দিবানিশি মনে করে তাড়া।
এতো ভালো বেসেও বন্ধু পাইনি তোর মন
তোর অবহেলায় নষ্ট হলো আমার এ জীবন।
ভালো থাকিস বন্ধুরে তুই
থাকিস তুই সুখে
তোর দেওয়া দুঃখ গুলো
গেঁথে রাখবো বুকে
তবুও থাকিস তুই সুখে।
Leave a Reply