নিজস্ব প্রতিনিধি :
লাকসাম কেন্দ্রীয় ব্যবসায়ী সমিতির সাধারণ সভা-২০২১ অনুষ্ঠিত হয়েছে। পৌরসভার মেয়র অধ্যাপক মোঃ আবুল খায়েরের সভাপতিত্বে
শনিবার (৬ মার্চ) সন্ধ্যায় অনুষ্ঠিত সভায় তাবারক উল্লাহ কায়েসকে সভাপতি, পিন্টু রঞ্জন সাহাকে সাধারণ সম্পাদক ও মোশারফ হোসেন মজুমদারকে সাংগঠনিক সম্পাদক করে ২ বছরের জন্য ব্যবসায়ীদের এ সংগঠনের ৩৬ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।
লাকসাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ রফিকুল ইসলাম হীরার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম সাইফুল আলম। বিশেষ অতিথি ছিলেন, লাকসাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নিজাম উদ্দিন।
কমিটির অন্যান্য নেতৃবৃন্দের মাঝে রয়েছেন, সহ-সভাপতি মমতাজ উদ্দিন, এডভোকেট মোঃ রফিকুল ইসলাম হিরা, প্রবীর সাহা, হুমায়ুন কবির কামাল, গোলাম ফারুক, সুভাষ বনিক, যুগ্ম সাধারণ সম্পাদক মহব্বত আলী, বাহার উদ্দিন বাহার, ইব্রাহিম খলিল, অর্থ সম্পাদক বিপদ বন্ধু সাহা, প্রচার সম্পাদক আনিসুর রহমান কাঞ্চন, সহ-প্রচার সম্পাদক আলী মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ মিজানুর রশীদ প্রমুখ।
Leave a Reply