1. [email protected] : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. [email protected] : Mozammel Alam : Mozammel Alam
  3. [email protected] : nakshibarta24 :
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৩:৪০ অপরাহ্ন
১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

জাতির পিতা বঙ্গবন্ধুকে নিয়ে চিঠি লেখার আহ্বান যুবলীগের

  • প্রকাশকালঃ শুক্রবার, ১২ মার্চ, ২০২১
  • ২৪৮ জন পড়েছেন

নকশী বার্তা ডেস্ক :

জন্মশতবার্ষিকী উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে চিঠি লেখার আহ্বান জানিয়েছে আওয়ামী যুবলীগ। শুক্রবার বিকালে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

যুবলীগের প্রচার সম্পাদক জয়দেব নন্দী বলেন, সারা দেশ থেকে পাওয়া ১০০টি চিঠি নিয়ে আমরা ‘প্রিয় বঙ্গবন্ধু’ নামক চিঠি সংকলন গ্রন্থ প্রকাশ করব। এছাড়া সংগৃহীত প্রতিটি চিঠি নিয়ে যুবলীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে (২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউ) ‘প্রিয় বঙ্গবন্ধু’ শীর্ষক এক চিঠি প্রদর্শনীর আয়োজন করা হবে।

জয়দেব নন্দী বলেন, যুবলীগের বর্তমান চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক দায়িত্ব পাওয়ার পর থেকেই নানা ইতিবাচক কর্মসূচি পালন করে আসছেন। এরই ধারাবাহিকতায় জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে তারা হাতে নিয়েছেন জনবান্ধব বিভিন্ন কর্মসূচি।

তিনি জানান, যুব উদ্যোক্তা সম্মেলন ও জব ফেয়ার, ৬৪ জেলায় ৬৪ জন শারীরিক প্রতিবন্ধীর জন্য গৃহনির্মাণ, কেন্দ্রসহ প্রতিটি বিভাগে মুজিববর্ষ উপলক্ষে যুব জাগরণ ও কনসার্ট আয়োজন, ‘বঙ্গবন্ধুর প্রিয় গান ও বঙ্গবন্ধুকে নিয়ে গান’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান, দেশব্যাপী যুবলীগের নেতাকর্মীদের মাঝে ফুটবল টুর্নামেন্ট আয়োজনসহ নানাবিধ কর্মসূচি আয়োজন করেছে যুবলীগ। এসব কর্মসূচির মধ্যেই রয়েছে ‘চিঠি লিখুন বঙ্গবন্ধুকে: প্রিয় বঙ্গবন্ধু’।

বিজ্ঞপ্তিতে ডাকযোগে বা ই-মেইলের মাধ্যমে এ চিঠি পাঠানোর জন্য বলা হয়েছে। ডাকযোগে- চেয়ারম্যান/সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী যুবলীগ, ২৩ বঙ্গবন্ধু এভিনিউ, ঢাকা এই ঠিকানায় এবং ই-মেইলে হলে- চিঠির ছবি তুলে/স্ক্যান করে [email protected] ঠিকানায় পাঠাতে হবে।

সূত্র : দৈনিক যুগান্তর।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম