মোজাম্মেল হক আলম :
কুমিল্লার লাকসামে ‘আনন্দ সুইটস্ এন্ড বেকারী’ উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম বাইপাস চৌরাস্তা সংলগ্নে আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে মিষ্টান্ন দোকানটির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, লাকসাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ্যাড. রফিকুল ইসলাম হিরা, আনন্দ সুইটস্ এন্ড বেকারীর সত্ত্বাধিকারী পিন্টু রঞ্জন সাহা, সাজেদা আক্তার, সাবেক রাজস্ব কর্মকর্তা আব্দুল মালেক, জাহিদ হাসান রিপন, সাংবাদিক নাসির উদ্দিন চৌধুরী, মোজাম্মেল হক আলম, আহমেদ তমিজ উদ্দিন চুন্নু, আমজাদ হাফিজ, উপজেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন সানি, পৌর ছাত্রলীগের সভাপতি সাইফ খাঁন স্বাধীন, সাধারণ সম্পাদক কাউছার আহমেদ প্রমুখ।
পৌর শহরের প্রাণকেন্দ্রে সুষ্ঠু ব্যবসা পরিচালনার ক্ষেত্রে সকল শ্রেণি-পেশার মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেছেন আনন্দ সুইটস্ এন্ড বেকারীর সত্ত্বাধিকারী পিন্টু রঞ্জন সাহা ও সাজেদা আক্তার।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে লাকসামে সততা ও নিষ্ঠার সাথে ব্যবসা পরিচালনার মাধ্যমে সুস্বাস্থকর ও মানসম্মত মিষ্টান্ন খাবার পরিবেশন করে আসছে ‘আনন্দ সুইটস্ এন্ড বেকারী’। ক্রেতাদের চাহিদার কথা বিবেচনা করে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম বাইপাস চৌরাস্তা সংলগ্নে আরেকটি শাখা উদ্বোধন করা হয়েছে।
Leave a Reply