ছবি : ‘রয়েল বিরিয়ানি পয়েন্ট’ এর উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিবৃন্দ।
মোজাম্মেল হক আলম :
সুস্বাদু ও মানসম্মত খাবার পরিবেশনের অঙ্গিকার নিয়ে লাকসামে ‘রয়েল বিরিয়ানি পয়েন্ট’ উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে লাকসাম দৌলতগঞ্জ বাজারের নোয়াখালী রেলগেইট সংলগ্ন এলাকায় এ বিরিয়ানি পয়েন্ট উদ্বোধন করা হয়। মিলাদ-মাহফিল ও দোয়া-মুনাজাতের পর আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে ‘রয়েল বিরিয়ানি পয়েন্ট’ এর কার্যক্রম শুরু করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, পৌর মেয়র অধ্যাপক মোঃ আবুল খায়ের, প্যানেল মেয়র খলিলুর রহমান, গোবিন্দপুর ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন শামীম, ব্যবসায়ী সাখাওয়াত হোসেন সাখন, প্রফেসর জাহাঙ্গীর আলম, আনিসুর রহমান কাঞ্চন, মনির হোসেন, ফেরদৌস আলম লিটন প্রমুখ।
সুষ্ঠু ভাবে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন ‘রয়েল বিরিয়ানি পয়েন্ট’ এর সত্ত্বাধিকারী হাফেজ রিয়াজুল করিম।
উল্লেখ্য, এখানে গরুর মাংসের বিরিয়ানী, শাহী মোরগ পোলাও এবং বাসমতী চাউলের কাচ্চি বিরিয়ানী পাওয়া যায়।
Leave a Reply