মোজাম্মেল হক আলম :
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় লাকসাম উপজেলার আজগরা ইউনিয়ন পরিষদের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ১৭ মার্চ বুধবার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে দিনব্যাপী নানা কর্মসূচী অনুষ্ঠিত হয়।
বুধবার সকালে আজগরা হাজী আলতাফ আলী হাইস্কুল এন্ড কলেজ মাঠে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলামের পক্ষ থেকে জাতির জনকের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানান ইউপি চেয়ারম্যান, সচিব ও সদসগণ। পরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বঙ্গবন্ধুর জীবনি শীর্ষক আলোচনা সভা এবং কেক কেটে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপনের স্থানীয় দুস্থ-অসহায়দের মাঝে বিভিন্ন ভাতা কার্ড বিতরণ করা হয়। দুপুরে চেয়ারম্যানের ব্যক্তিগত অর্থায়নে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
আজগরা ইউপি চেয়ারম্যান মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য মোবারক হোসেন, মজিবুর রহমান, বেলায়েত হোসেন, আকতার হোসেন, বাচ্চু মিয়া, আবদুল বারিক, তোফাজ্জল হোসেন, জহিরুল ইসলাম, মহিলা সদস্য বিউটি আক্তার, মোমেনা বেগম, কুলসুম আক্তার প্রমুখ।
Leave a Reply