মোজাম্মেল হক আলম :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে দুস্থ-অসহায় মানুষের মাঝে ব্যক্তিগত অর্থায়নে বস্ত্র বিতরণ করেছেন লাকসাম পূর্ব ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের মেম্বার শফিকুর রহমান। ১৭ মার্চ বুধবার বিকেলে তিনি নিজ ওয়ার্ডের ডোমবাড়িয়া, দৌলতপাড়া, আশাগী, কুনের নরপাটি ও নোয়াপাড়া গ্রামের দুস্থ-অসহায় বাসিন্দাদের মাঝে দেড় শতাধিক বস্ত্র বিতরণ করেন।
বস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ইঞ্জিনিয়ার আবু জাফর মজুমদার, আওয়ামী লীগ নেতা বাবুল মিয়া, শাহ আলম সাচ্চু, ওয়ার্ড যুবলীগ সভাপতি জসিম উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোশারফ হোসেন মামুন, গ্রাম আওয়ামী লীগ সভাপতি মহিন উদ্দিন, আলী নোয়াব, যুবলীগ নেতা মাসুদুর রহমান, মিজানুর রহমান, আজাদ, নুরুল ইসলাম, ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসান শফিউল, শাহাদাত হোসেন জাহিদ প্রমুখ।
উল্লেখ্য, ২০১৬ সালে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে লাকসাম পূর্ব ইউনিয়নের ৪নং ওয়ার্ডে মেম্বার নির্বাচিত হয়ে নিজ এলাকার বঞ্চিত মানুষের অধিকার আদায় ও উন্নয়ন বঞ্চিত এলাকার সামগ্রিক উন্নয়নে মনোনিবেশ করেন শফিকুর রহমান। গত ৫ বছর ধরে তিনি যথাযথ ভাবে জনপ্রতিনিধিত্বের দায়িত্ব পালন করে যাচ্ছেন। নিজ এলাকার উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখছেন। ওয়ার্ডের প্রত্যেক গ্রামে সরকারের সকল সুবিধা পৌঁছে দেয়ার পাশাপাশি তিনি বিভিন্ন উৎসব-আয়োজনে নিজস্ব অর্থায়নে হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ান। মহামারী করোনার প্রারম্ভিককালে সরকারি অনুদানের পাশাপাশি তিনি নিজস্ব অর্থায়নে কয়েক শত পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করেছেন।
Leave a Reply