1. [email protected] : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. [email protected] : Mozammel Alam : Mozammel Alam
  3. [email protected] : nakshibarta24 :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০২:৫৫ পূর্বাহ্ন
৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

নাঙ্গলকোটে মনোনয়ন জমা দিলেন আওয়ামী লীগ প্রার্থী আব্দুল মালেক

  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১
  • ৩৫৬ জন পড়েছেন

মোঃ হুমায়ুন কবির মানিক ॥
কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আব্দুল মালেক। মনোনয়নপত্র জমাদানের শেষদিন বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং অফিসার লামইয়া সাইফুলের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।
আগামী ১১ এপ্রিল নাঙ্গলকোট পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। ২৪ মার্চ মনোনয়নপত্র যাচাই বাছাই হবে। এ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত একক প্রার্থী আব্দুল মালেক। তিনি এর আগে ২০১৬ সালে অনুষ্ঠিত পৌর নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে বিএনপি সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর আলম মজুমদারকে হারিয়ে প্রথমবারের মত মেয়র নির্বাচিত হন। স্থানীয় সংসদ সদস্য ও বর্তমান সরকারের অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সার্বিক দিকনির্দেশনায় মেয়র আবদুল মালেকের হাত ধরেই ২০১৮ সালের এপ্রিলে পৌরসভাটি ‘ক’ শ্রেণিতে উন্নীত হয়। আসন্ন পৌর নির্বাচনে আব্দুল মালেককে মেয়র পদে পুনর্জয়ী করতে স্থানীয় আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ ভাবে কাজ করছেন।
পুনরায় দলীয় মনোনয়ন জমাদানের পর গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে মেয়র আবদুল মালেক বলেন, ‘আমি গত নির্বাচনের সময় যেসব প্রতিশ্রুতি দিয়েছিলাম, তা শতভাগ পূরণের চেষ্টা করেছি। অবহেলিত পৌরবাসীকে একটি আধুনিক মডেল পৌরসভা উপহার দিতে নিরন্তর চেষ্টা করেছি। আশা করছি আমার অতীত কর্মকান্ড বিবেচনা করে পৌর নাগরিকরা আমাকে তাদের মূল্যবান ভোট দিয়ে পুনরায় মেয়র নির্বাচিত করবেন। ইনশাআল্লাহ চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমি প্রতিশ্রুতিবদ্ধ।’
মনোনয়নপত্র জমা দানকালে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহজাহান মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবুল খায়ের আবু, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ নুরুল্লাহ মজুমদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক সুমন, সাধারণ সম্পাদক ওমর ফারুক মামুন প্রমুখ।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম