মোজাম্মেল হক আলম :
লাকসাম পৌরসভা ৪নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল আজিজ এর নতুন অফিস দোয়া মিলাদ-মিলাদের মাধ্যমে শুভ উদ্বোধন করা হয়েছে। ৭এপ্রিল বৃহস্পতিবার বিকেলে উত্তর বাজারস্থ কাউন্সিলরের বাসভবনের নিচতলায় এ অফিস উদ্বোধন করা হয়।
এসময় আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, লাকসাম উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম হিরা, লাকসাম পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু তাহের, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের বাবুল, উপজেলা যুবলীগের সদস্য মাসুদ পারভেজ রনি, পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাউছার আহমেদ, ওয়ার্ড যুবলীগ সভাপতি আব্দুল কাদের শাহীন, সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন মানিক, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি রাজিবুর রহমান লুহিন, ছাত্রলীগ সভাপতি মাইনুদ্দিন জনি সহ ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী অনুষ্ঠানে ৪নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল আজিজ বলেন, আমি এ অফিস উদ্বোধন করেছি সাধারণ মানুষকে সেবা দেওয়ার জন্য। আপনাদের যেকোনো সেবা, যে কোন সহযোগিতার জন্য সরাসরি আমার অফিসে বা আমার সাথে ফোনে কথা বলতে পারেন। আমি আপনাদের একজন সেবক, আপনাদের সেবা করাই হবে আমার প্রথম কাজ। আমি সেবা দিতে চাই, সাধারণ মানুষের বন্ধু হয়ে বাঁচতে চাই, আমার বাকী জীবনটা আমি সাধারন মানুষের জন্য উৎসর্গ করতে চাই, এটাই আমার অঙ্গীকার। মাননীয় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম মহোদয় আমাকে যে বিশ্বাসে দায়িত্ব দিয়েছেন আমি সততার সাথে সে দায়িত্ব পালন করতে চাই আপনাদের সহযোগীতায়।
দোয়া-মুনাজাতে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম ও লাকসাম পৌর মেয়রের সুস্থতা কামনায় দোয়া করা হয়।
Leave a Reply