হারাধন ভৌমিক :
স্বামীর স্বার্থ বউয়ের উপর সন্তানাদির বাসনায়।
সংসার ধর্ম, নিত্যকর্ম, জীবন ভোগের রসনায়।।
বউয়ের স্বার্থ ভোগ বিলাস আর সন্তান লাভের স্বপ্নটা।
বাপের ঘরে সবই আছে, নেই শুধু সেই লাইসেন্সটা।।
পুত্র কন্যার স্বপ্ন যে শুধু বড় হওয়ার অভিলাষ।
অর্থকড়ি, জামাজুতো, শিক্ষা দীক্ষায় পুর্ন বিকাশ।।
বড়সড় ডিগ্রী নিয়ে মোটা দাগের চাকুরী চাই।
বাড়ী, গাড়ী, সুখী যুগল, পরিপূর্ণ জীবন পাই।।
ভাই,বন্ধু, আত্মীয়,তার প্রয়োজনেই কাছে পাই।
স্বার্থশেষে যে যার পথে, কভু চিৎকারেও দেখা নাই।।
প্রতিবেশীর বিপদ বেশী, যতই করেন উপকার।
নিজের স্বার্থে আঘাত আসলে ভুলেই যাবে প্রতিকার।।
বৃদ্ধ হলেন পিতামাতা রোগ ব্যধিতে
বিছানায়।
সন্তানেরা নেই পাশে আজ, দূঃখের কালে
অসহায়।।
অট্টালিকা বাড়ী গাড়ী যা কিছু সঞ্চয়
জীবনে।
সবই হলো ভাগাভাগি, নেই পাশে কেউ মরনে।।
জগতটা যে স্বার্থের তরে নিরন্তর ছুটছে
দিগবিদিক।
আপন সুখের অন্বেষণে বুঝতে অক্ষম,
কি সঠিক?
ভালবাসায় ভেজাল বেশী, মানবতার
বুলি সার।
সমাজে আজ অন্ধ স্বার্থে আছে শুধু
অনাচার।।
Leave a Reply