লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি :
৩০ এপ্রিল (শুক্রবার) লাকসামের কান্দিরপাড় ইউনিয়নের নোয়াপাড়া-ছনগাঁও যৌথ খামার কমিউনিটি এন্টারপ্রাইজ ৬৮ জন উপকারীভোগীদের মাঝে সমলয়ে চাষাবাদের মাধ্যমে একত্রে ৫০ একর জমিতে ডিজিটাল পদ্ধতিতে কম্বাইন হারভেস্টার মেশিন দিয়ে বোরো ধান কর্তণ করা হয়েছে।
কুমিল্লা বার্ড কর্তৃক বাস্তবায়নাধীন কৃষি যান্ত্রিকরন ও যৌথ খামার ব্যবস্থাপনা শীর্ষক প্রায়োগিক গবেষনা প্রকল্পের প্রকল্পসমূহ ও লাকসাম উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সার্বিক তত্ত্বাবধানে কম্বাইন হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটা উৎসব আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
বোরো ধান কর্তণ উৎসবে এ সময় উপস্থিত ছিলেন- কুমিল্লা বার্ডের পরিচালক মোঃ আবুল কালাম আজাদ, সহকারী প্রকল্প পরিচালক বাবু হোসেন, লাকসাম উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সৈয়দ শাহিনুর ইসলাম, কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা এটিএম কামরুল আহসান, এএসএম আবদুল হাই, নোয়াপাড়া ছনগাঁও যৌথখামার এন্টারপ্রাইজের সভাপতি মোঃ সাইফুল ইসলাম চৌধুরী (মেম্বার) প্রমুখ।
আমন্ত্রিত অতিথিবৃন্দ বলেন, কৃষিতে আধুনিকতার ছোঁয়ায় রোল মডেল সমলয়ে চাষাবাদ যেখানে ট্রেতে বীজতলা স্থাপন করে চারা উৎপাদন শুরু করে রাইস ট্রান্সপার ডিজিটাল মাধ্যমে চারা রোপন ও কর্তণ কম্বাইন হারভেস্টার মেশিন দিয়ে ধানকর্তণ কৃষক অধিক লাভবান হবে। কম্বাইন হারভেস্টার মেশিন দিয়ে ঘন্টায় ১ একর (১০০শতক) ধান কর্তণে সক্ষম হবে। এতে করে জমিতে শ্রমিকের প্রয়োজন হবে না। প্রতি একরে ৮ লিটার ডিজেল দিয়ে ধান কাটা সম্ভব হবে বলে কৃষিবিদরা জানান।
Leave a Reply