নিজস্ব প্রতিনিধি :
প্রায় শতাধিক এতিম শিক্ষার্থীদের নিয়ে ইফতার ও দোয়ার আয়োজন করেছে লাকসাম উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রাজু। শুক্রবার (৩০এপ্রিল) লাকসাম গাজিমুড়া দক্ষিণ পাড়া দারুল কোরআন হেফজ ও এতিম খানায় এই ইফতার ও দোয়ার আয়োজন করা হয়।
ইফতার ও দোয়া মাহফিলে বিশ্বব্যাপী করোনা ভাইরাস থেকে মুক্তিসহ নানান বিষয়ে দোয়া করা হয়। এ সময় ওই মাদ্রাসার প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীদের সাথে ইফতার আয়োজন নিয়ে সাইফুল ইসলাম রাজু বলেন, সামর্থ্য অনুযায়ী আমি সবসময় গরীব অসহায় ও এতিম শিশুদের পাশে আছি এবং সামনেও থাকবো। করোনা মহামারীর কারনে এখন দেশের অবস্থা ভালো না, তাই সবাই যদি নিজ অবস্থান থেকে গরিব, অসহায় মানুষের পাশে দাঁড়াই তাহলে মানুষের কষ্ট কিছুটা হলেও কমবে।
এসময় উপস্থিত ছিলেন, গ্রাম সর্দার জাহাঙ্গীর আলম, সাবেক ছাত্রলীগ নেতা মিলন, রুবেল, স্বাধীন, জামিল, তুষার, হৃদয়, সাকিব, আরিফ, মুরাদ প্রমুখ। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন হাফেজ মোঃ নুরুল আমিন।
Leave a Reply