নিজস্ব প্রতিনিধি :
কুমিল্লার লাকসাম বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় কয়েকটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। শনিবার দিবাগত রাত ২টার দিকে লাকসাম রেলগেট এলাকায় বনফুল শোরুম থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হয়েছে। এ ঘটনায় প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।
কুমিল্লা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক কাজী নজমুজ্জামান জামান জানান, রাত ২টার দিকে লাকসাম বাজার রেলগেট এলাকায় বনফুল শোরুমে আগুন লাগে। খবর পেয়ে কুমিল্লা ইপিজেড ও লাকসাম ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে ভোর ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই মিষ্টির দোকান, হার্ডওয়্যার, ফার্মেসি ও তিনটি মুদি দোকান পুড়ে যায়। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। তাৎক্ষণিক ক্ষতির জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।
Leave a Reply