মোঃ সাকিব হোসেন (চাটখিল) নোয়াখালী প্রতিনিধি:
চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মলংচর ও হাসর গ্রামের স্থানীয় দু’গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে প্রায় ঘণ্টাব্যাপী দু’গ্রুপের সংঘর্ষ হয়। এতে কমপক্ষে ১০ জন আহত হয়। এ সময় মলংচর গ্রামের ৮টি দোকান ভাংচুর এবং মালামাল লুটপাট করা হয়।
আহতদের মধ্যে গুরুতর আহত অবস্থায় মলংচর গ্রামের আবু সায়েদ (২৫), তাজুল ইসলাম (৩২) ও মিজান (২৬) কে রাতেই নোয়াখালী জেনারেল হসপিটালে ভর্তি করানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মলংচর ও হাসর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হাসর গ্রামে ওবায়েদ উল্যাহর সাথে মলংচর গ্রামের আবু সায়েদ ও তাজুল ইসলামদের সাথে মতবিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার রাত ৮ টার দিকে হঠাৎ দু’গ্রুপে সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে দু’গ্রুপের সন্ত্রাসীরা পালিয়ে যায়।
এ ব্যাপারে চাটখিল থানার ওসি আনোয়ারুল ইসলামের সঙ্গে যোগাযোগ করলে তিনি সংঘর্ষের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সংঘর্ষ শুরু হওয়ার খবর পেয়েই তিনি ঘটনাস্থলে পুলিশ পাঠান। পুলিশের উপস্থিতি টের পেয়ে দু’গ্রুপের সন্ত্রাসীরা পালিয়ে যায়।
Leave a Reply