1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১০:০৭ পূর্বাহ্ন
১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

লাকসামে পিতৃ সম্পত্তি বিক্রি করে সেতু বিভাগ সচিবের মানবিকতা

  • প্রকাশকালঃ শুক্রবার, ১১ জুন, ২০২১
  • ১০৬১ জন পড়েছেন

ছবি : এলাকার অসহায় ও হত-দরিদ্র মানুষের বাড়িতে সেতু বিভাগ সচিব মোঃ আবু বকর ছিদ্দীক।


মোজাম্মেল হক আলম/মাসুদুর রহমান :
কুমিল্লার লাকসাম উপজেলার কৃতি সন্তান লাকসাম পূর্ব ইউনিয়ন (নরপাটি) ডোমবাড়িয়া গ্রামের মৃত. হাজী মৌলভী ইউনুস মিয়ার ছেলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সেতু বিভাগ সচিব মোঃ আবু বকর ছিদ্দীক। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের নবম ব্যাচের একজন মেধাবী ও দক্ষ কর্মকর্তা।
সুদীর্ঘ কর্মময় জীবনে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি উইং, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন।
বর্তমানে তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সেতু বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। ইতোপূর্বে তিনি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান হিসেবে কর্মরত ছিলেন। মোঃ আবু বকর ছিদ্দীক মাঠ প্রশাসনের বিভিন্ন পর্যায়ে কাজ করেছেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ থেকে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। এছাড়া তিনি গভর্নেন্স স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। তিনি পাবলিক প্রকিউরমেন্ট বিষয়ে আন্তজার্তিক ডিপ্লোমা অর্জন করে এর সদস্যপদ লাভ করেন। তিনি আইন ও জনপ্রশাসন বিষয়ে আটটি প্রকাশিত গ্রন্থের লেখক। পাশাপাশি তিনি প্রশিক্ষণ ও সরকারি কাজে পৃথিবীর বিভিন্ন দেশ ভ্রমণ করেন।
রাষ্ট্রীয় কাজের পাশাপাশি তিনি সাধারণ মানুষকে সহযোগিতার মতো মানবিক কাজগুলোও নৈতিক দায়িত্ব বলে মনে করেন। নিজে আয়েশি জীবন ভোগ না করে সমাজের হত-দরিদ্র, অসহায়, সহায়-সম্বলহীন মানুষের জন্য মানবিকতা নিয়ে দাঁড়ান সব সময়। পেশাগত দায়িত্বের বাহিরেও নানা মানবিক কাজ করে তারই প্রমান দিয়ে চলছেন সচিব মোঃ আবু বকর ছিদ্দীক। সততা ও আদর্শিক কর্মকান্ডে তিনি প্রশাসন বিভাগে যেমন প্রশংসিত তেমনি নিজ এলাকায়ও একজন সাদা মনের মানুষ হিসেবে পরিচিত।
সম্প্রতি তিনি পিতৃ সম্পত্তির নিজের নামের অংশ বিক্রি করে হত-দরিদ্র, অসহায় ওই ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের আলী আক্কাছ, ডোমবাড়িয়া গ্রামের রশিদা বেগম, আশাগী গ্রামের মোবারক হোসেন, কুনে নরপাটি গ্রামের মাইন উদ্দিন ও মধ্য চাঁদপুর গ্রামের মোঃ মিজানকে পাকা ঘর নির্মাণ করে দেন। প্রায় প্রতিটি ঘর ২লাখ টাকা ব্যয়ে হত-দরিদ্র এই ৫পরিবারকে তিনি ঘরগুলো উপহার দেন। পাশাপাশি তিনি নিজ গ্রাম ডোমবাড়িয়া গ্রামে বিশাল একটি ঈদগাহ নির্মাণ করেন। বিগত শীত মৌসুমে দরিদ্রদের মাঝে প্রায় দেড় শহস্রাধিক কম্বল বিতরণ করেন। তিনি এখনো নিজের জন্য বসত ঘর নির্মাণ না করে মানব কল্যাণে আত্ম-নিয়োগ করায় এলাকায় প্রশংসায় ভাসছেন।
শুক্রবার সেতু বিভাগ সচিব মোঃ আবু বকর ছিদ্দীক এলাকার অসহায় ও হত-দরিদ্র মানুষগুলোর খোঁজখবর নেন। এসময় উপস্থিত ছিলেন, লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম সাইফুল আলম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মেছবাহ উদ্দিন ভূঁইয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দেবেশ চন্দ্র দাস, ইউপি চেয়ারম্যান আলী আহমেদ, ইউপি আওয়ামীলীগ সভাপতি মোঃ তাজুল ইসলাম মজুমদার, সাধারণ সম্পাদক আলহাজ্ব আবদুল মান্নান, ইউপি সদস্য মোঃ শফিকুর রহমান, মোঃ হানিফ সরকার, ইউনিয়ন যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক রেজাউল রেজু প্রমুখ।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম