চন্দন সাহা, লাকসাম:
কুমিল্লার লাকসামে নামহট্ট সংঘের ১৭তম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বিকেলে লাকসাম পৌরশহরে সংকীর্তনসহ এক বনাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরে অবস্থিত লাকসাম কেন্দ্রীয় ইসকন প্রচার কেন্দ্র ও কীর্তন মন্দির থেকে বের হয়ে জগন্নাথ মন্দির হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ইসকন মন্দিরে এসে শেষ হয়।
এছাড়াও কীর্তন মেলা,সন্ধ্যা আরতি,ভাগবতীয় আলোচনা,বৈদিক নাটিকা ও মহাপ্রসাদেরও আলোচনা করা হয়। অনুষ্ঠানে আর্শীবাদক ছিলেন ইসকন,বাংলাদেশের সহ-সভাপতি ও গড়োয়া ইসকন মন্দিরের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তি বিনয় স্বামী মহারাজ।
বিশেষ আলোচক ছিলেন কুমিল্লা জগন্নাথদেব মন্দিরের সহ-সভাপতি শ্রীপাদ ভদ্রনিমাই দাস ব্রক্ষ্মচারী। শ্রী সুদর্শন জগন্নাথ দাস ব্রক্ষ্মচারীর সার্বিক পরিচালনায় আরও উপস্হিত ছিলেন লাকসাম ব্যবসায়ি সমিতির সেক্রেটারী পিন্টু রঞ্জন সাহা, প্রবীর সাহা,শচীন্দ্র কুমার দাস,নিতাই সাহা, বিশ্বজিত প্রভু,নিমাই সাহা,রানা সাহা,শিবু সাহা,বিশ্বতম সাহা,উজ্জ্বল দত্ত,আমেরিকান প্রবাসী সুব্রত পাল প্রমুখ।
Leave a Reply