ছবি: ইফতার মাহফিলে বক্তব্য রাখছেন, লাকসাম প্রেসক্লাবের সভাপতি তাবারক উল্লাহ কায়েস।
মোজাম্মেল হক আলম :
কুমিল্লার লাকসামে বীর মুক্তিযোদ্ধাদের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৭ এপ্রিল শুক্রবার বিকেলে লাকসাম মুক্তিযোদ্ধা সংসদ অডিটোরিয়ামে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
যুদ্ধকালীন প্লাটুন কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা মনোহর আলী তোতার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লাকসাম প্রেসক্লাবের সভাপতি তাবারক উল্লাহ কায়েস, বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস মিয়া, মোহাম্মদ আলী, সিরাজ মিয়া, আবদুল বারী মজুমদার প্রমুখ।
এসময় আগামী ২০মে মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনকে সামনে রেখে বীর মুক্তিযোদ্ধা মনোহর আলী তোতার নেতৃত্বে ১১ জনের একটি প্যানেল ঘোষণা করা হয়।
আসন্ন মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম জমার শেষদিন ১০ এপ্রিল, ১১ এপ্রিল যাচাই-বাছাই, প্রত্যাহার ১৭ এপ্রিল ও ২৭ এপ্রিল দেয়া হবে প্রতিক বরাদ্দ।
Leave a Reply