ওসি আব্দুল্লাহ আল মাহফুজকে সম্মাননা পুরস্কার তুলে দিচ্ছেন কুমিল্লা জেলা পুলিশ সুপার।
নিজস্ব সংবাদদাতা :
একটি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে চার্জশিট দাখিলের পর বিচারকার্য শেষে সকল আসামিদের বিজ্ঞ আদালত মৃত্যুদণ্ড দেয়ায় সৎ, দক্ষ ও চৌকস পুলিশ অফিসার লাকসাম থানার ওসি আবদুল্লাহ আল মাহফুজকে কৃতিত্ত্বপূর্ণ কর্মের জন্য সম্মাননা হিসেবে বিশেষ পুরস্কারে ভূষিত করেছেন কুমিল্লা জেলা পুলিশ সুপার।
২০১৭ সালের ১৪ আগস্ট। সকালে কুমিল্লা জেলার লাকসাম-মুদাফরগঞ্জ আঞ্চলিক সড়কের নোয়াপাড়া নামক স্থানে রাস্তার পাশে একটি জলাশয়ে বস্তাভর্তি অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেন লাকসাম থানা পুলিশ।
ওই সময়ে লাকসাম থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্বে ছিলেন সৎ, কর্মদীপ্ত ও চৌকস পুলিশ অফিসার আবদুল্লাহ আল মাহফুজ। তিনি দ্বিতীয়বারের মতো আবারও লাকসাম থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে বর্তমানে দায়িত্বে পালন করছেন।
ওই অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধারের পর লাশের পরিচয় নিশ্চিত করে এক মাসের মধ্যে হত্যাকাণ্ডের মূলহোতাসহ একে একে ৪ জনকে গ্রেফতার করে পরবর্তীতে ওই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনসহ চার্জশিট দাখিল করেন। বিজ্ঞ আদালত বিচারকার্য শেষে ৫ জন আসামি সকলের মৃত্যুদণ্ডের আদেশ দেন। এর পরিপ্রেক্ষিতে লাকসাম থানার সৎ, কর্মদীপ্ত ও চৌকস পুলিশ অফিসার আবদুল্লাহ আল মাহফুজকে তাঁর কৃতিত্ত্বপূর্ণ কর্মের জন্য সম্মাননা হিসেবে বিশেষ পুরস্কারে ভূষিত করেন কুমিল্লা জেলা পুলিশ সুপার আবদুল মান্নান বিপিএম।
Leave a Reply