নিজস্ব প্রতিনিধি :
কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ’র মনোনীত চেয়ার প্রতীকের প্রার্থী মীর মোহাম্মদ আবু বকর সিদ্দিকী বলেছেন, শ্রমিকবান্ধব জনপ্রতিনিধি হতে চাই। এলাকার সবার কল্যাণে উন্নয়নমূলক কাজ করতে চাই, মাদক-সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজ গড়তে আগামী ৭ জানুয়ারি উৎসবমুখর পরিবেশে সবাই চেয়ার মার্কা ভোট দিবেন। কুরআন সুন্নাহভিত্তিক ইসলামি সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য। আমরা মুক্তিযুদ্ধভিত্তিক একটি রাজনৈতিক দল। সমাজ থেকে জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক নির্মূল আমাদের অঙ্গীকার। যদি আপনারা আমাকে চেয়ার মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করেন তাহলে আমি আপনাদের সেবায় সার্বক্ষণিক নিয়োজিত থাকব এবং দেশের অর্থনৈতিক উন্নয়ন, বেকারত্ব দূর, শিক্ষার উন্নয়নে কাজ করব। চেয়ার প্রতিক পেয়ে কুমিল্লা-৯ লাকসাম- মনোহরগঞ্জ নির্বাচনি এলাকায় মাইকিং, পোস্টার, লিফলেট বিতরণ ও গনসংযোগের মাধ্যমে আমরা নির্বাচনের কাজ চালিয়ে যাচ্ছি। জনগণ স্বতঃস্ফূর্তভাবে আমার পাশে আছেন। সঠিক নির্বাচন হলে ভোটারগণ নির্বিঘ্নে ভোট কেন্দ্র যেতে পারলে ইনশাআল্লাহ আমার বিজয় নিশ্চিত।’
শনিবার (৩০ ডিসেম্বর) বিকালে মনোহরগঞ্জ উপজেলার সাইকচাই এলাকায় লিফলেট বিতরণ ও গনসংযোগকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এর আগে গত রবিবার থেকে শুক্রবার লাকসাম-মনোহরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ লিফলেট বিতরণ, গনসংযোগের ও উঠান বৈঠক করেন।
এ সময় উপস্থিত ছিলেন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ লাকসাম উপজেলা আহবায়ক মাস্টার মোঃ মাহবুবুর রহমান, যুগ্ম আহ্বায়ক মোঃ শহিদুল্লাহ মিয়াজী, সদস্য সচিব মোঃ মহিউদ্দিন, পৌর যুগ্ম আহবায়ক মোঃ আবুল কাশেম, সদস্য মাওলানা মোঃ জহিরুল ইসলাম, হাফেজ মাওলানা আলাউদ্দিন, ইসলামী ছাত্র সেনার মোঃ ইমাম হোসেন মোঃ শহিদুল ইসলাম প্রমুখ।
Leave a Reply