নিজস্ব প্রতিনিধি :
আজ ২৪ জানুয়ারি ভাষা সৈনিক মো: আবদুল জলিল এর ৫ম মৃত্যু বার্ষিকী। ২০১৯ সালের ২৪ জানুয়ারি এ দিনে তিনি লাকসাম মমতাময়ী হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহে….. রাজিউন)।
মো: আবদুল জলিল ১৯৩৬ সালের ১ জানুয়ারি কুমিল্লার লাকসাম উপজেলার চন্দনা গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতা প্রয়াত আলহাজ্ব মুন্সি বজলুর রহমান পন্ডিত এবং মাতা ওয়াহেদা খাতুন। আবদুল জলিল
৫২’র ভাষা আন্দোলনের সময় তিনি লাকসাম নওয়াব ফয়জুন্নেছা কলেজে একাদশ শ্রেণির ছাত্র ছিলেন। মাতৃভাষার প্রতি ভালোবাসার কারণে যোগদান করেছিলেন ভাষা আন্দোলনে। দক্ষিণ কুমিল্লার প্রাচীন সংবাদপত্র ‘সাপ্তাহিক লাকসাম’ এর প্রকাশক ও সম্পাদক ছিলেন তিনি। তার লেখা নাটক ‘খুনে লাল বাংলা’ প্রকাশিত হয়েছে। তিনি ‘বৃহত্তর লাকসাম ও কুমিল্লা সংক্ষিপ্ত অধ্যায়’সহ জনপদ কথামালা, বৃহত্তর কুমিল্লা জেলার সাংবাদিকতার উদ্ভব ও বিকাশের ইতিহাস, ওগো বঙ্গবন্ধু, সাগর তীরে কেওড়াবনে, পীর মুর্শিদের বাংলাদেশসহ বেশ কয়েকটি বই লিখেছেন। সত্তরের দশকে তিনি উত্তরদা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি শিশু সংগঠন কচিকাঁচার মেলা, খেলাঘর ও সুজন মজলিশের আঞ্চলিক সংগঠক হিসেব ভূমিকা রেখেছেন।
মোঃ আবদুল জলিল পি.আই.বি প্রকাশিত মাসিক নিরীক্ষাতে ফিচার লিখতেন। পি.আই.বি প্রকাশিত সাংবাদিক অভিধানে তাঁর ছবি সহ সংক্ষিপ্ত পরিচিতি ছাপা হয়েছে। ১৯৫৮ সালে তিনি সামরিক শাসন বিরোধী আন্দোলনে যোগদান করলে তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। এরপরই ১৯৬২ সালের শিক্ষা আন্দোলন শুরু হয়। তিনি এ আন্দোলনের সঙ্গেও যুক্ত হন। এরপর তিনি ৬ দফা আন্দোলনে অংশ নেন। ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে তাঁর ভূমিকা ছিল অনন্য। ১৯৭৪ সালের দুর্ভিক্ষে মানুষের অন্ন জোগাড়ে তার প্রচেষ্টা ছিল অনন্য। এরপর ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা ট্র্যাজেডির বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলেন। ১৯৫৮ সালে তাঁর প্রতিষ্ঠিত ‘‘লাকসাম লেখক সংঘের” মাধ্যমে একটি লেখক সাহিত্যিক এবং সাংবাদিক গোস্টি তৈরীর স্বপ্ন সফল হয়েছে। লাকসামে কর্মরত সকল সাংবাদিকদের সংঘবদ্ধ রাখতে ১৯৮৫ সালে তিনি লাকসাম প্রেস ক্লাব প্রতিষ্ঠা করেন এবং দীর্ঘ বছর লাকসাম প্রেসক্লবের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন।
তার মৃত্যুবার্ষিকীতে মরহুমের পরিবারের পক্ষ থেকে ও সাপ্তাহিক লাকসাম পত্রিকার উপদেষ্টা সম্পাদক বিশিষ্ট কলামিস্ট এম এস দোহা’র উদ্যোগে ও ভাষা সৈনিক মোঃ আবদুল জলিল-নুরজাহান স্মৃতি ফাউন্ডেশানের আয়োজনে আজ দিনব্যাপি উপজেলার চন্দনা গ্রামে অবস্থিত হাফেজিয়া মাদ্রাসায় এবং বাতাখালী হাফেজিয়া মাদ্রাসা ও এতিম খানায় কোরান খতম, মিলাদ মাহফিল ও স্মৃতিচারণ এর আয়োজন করা হয়েছে।
Leave a Reply