চৌদ্দগ্রাম প্রতিনিধি : কুমিল্লার চৌদ্দগ্রামে অভিযান চালিয়ে ইট ভর্তি ট্রাকের ভিতর থেকে ৪০ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব কুমিল্লা। র্যাব কুমিল্লার অধিনায়ক লে.কর্নেল ইমরান উল্লাহ সরকার শুক্রবার বিকালে এ তথ্য জানান।
র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা জানান, গোপন সংবাদের খবর পেয়ে র্যাবের একটি আভিযানিক দল কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার দোয়েল চত্ত্বর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ইট বোঝাই ট্রাকের ভিতর লুকিয়ে গাঁজা পাচারকালে ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার সফুয়া দক্ষিণপাড়া গ্রামের মৃত আলী আশরাফের ছেলে মোঃ ইসমাইল হোসেন (৩০) ও নওগাঁ জেলার বদলগাছী থানার পুকুরিয়া গ্রামের মোঃ শহিদুল ইসলামের ছেলে মোঃ স¤্রাট আলমগীর (৩২)। এ সময় তাদের নিকট থেকে সর্বমোট ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থানে গাঁজা ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। এ বিষয়ে চৌদ্দগ্রাম থানায় মামলা করা হয়েছে।
Leave a Reply