মোঃ সাকিব হোসেন:
নোয়াখালীর চাটখিল উপজেলার কর্মহীন দুঃস্থ ও অসহায়দের খাদ্য সহায়তা প্রদান করেছেন উপজেলার ৫নং মোহাম্মদপুর ইউনিয়ন পূর্বাঞ্চলে ৮নং ওয়ার্ডে যুবদলের নিজস্ব অর্থায়নে শুক্রবার (১৫ মে) সকাল ১০টায় করোনায় ক্ষতিগ্রস্ত ৬০ জন পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, চাটখিল উপজেলা যুবদলের সভাপতি আনিছ আহমেদ হানিফ, উপজেলা যুবদল সহ-সভাপতি বাহার মেম্বার, ইউনিয়ন সভাপতি নুরুন্নবী চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ মহসিন, ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক আনোয়ার মাস্টার, ৫নং মোহাম্মদপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মনির হোসেন শুভ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম (হাসান) সহ আরো নেতৃবৃন্দ।
উপজেলা যুবদলের সভাপতি আনিছ আহমেদ হানিফ জানান, সারা বিশ্বের মানুষ যখন করোনা আতংকে আতংকিত অসহায় মানুষ গুলো দিশেহারা ঠিক সেই মূহুর্তে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহবানে বিএনপির যুগ্ম মহাসচিব ও নোয়াখালী ১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন ও চাটখিল উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন এর তত্ত্বাবধানে চলমান খাদ্য সহায়তা বিতরণের অংশ হিসেবে চাটখিল উপজেলার ২,৩, ৪, ৫, ৮ ইউনিয়নে ১’হাজার কর্মহীন দুঃস্থ পরিবারে বিএনপি, যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ডে সামাজিক দুরুত্ব বজায় রেখে দুস্থদের মাঝে বাড়ি বাড়ি খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। করোনার এই দুর্যোগে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসা উচিত।
তিনি আরো বলেন, আমরা ধারাবাহিক ভাবে ত্রান বিতরনের এ কার্য্যক্রম চলমান রাখবো। এই দুর্যোগ মুহূর্তে ক্ষমতাসীন দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠন কর্মহীন অসহায়-দুস্থদের পাশে তাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
Leave a Reply