ছবি : লাকসামে সিএনজি-মিশুক ড্রাইভারদের মাঝে পৌরসভার ৪নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা অপু দাশ অনিকের ইফতার বিতরণ।
মোজাম্মেল হক আলম :
লাকসাম পৌরসভা ছাত্রলীগের সভাপতি অপু দাশ অনিকের উদ্যোগে প্রায় শতাধিক সিএনজি, মিশুক, অটোরিকশা ড্রাইভার ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। শুক্রবার (৫এপ্রিল) লাকসাম পৌরসভার চাঁদপুর রেল গইট সংলগ্ন কুমিল্লা সিএনজি স্টেশন ও বাজারে যাতায়াতকারী মিশুক, অটোরিকশা এবং পথচারীদের মাঝে এই ইফতার বিতরণ করা হয়।
এ বিষয়ে অপু দাশ অনিক বলেন, পবিত্র রমজান মাসে সিএনজি, মিশুক, অটোরিকশার ড্রাইভার এবং অসহায় দুস্থ মানুষদের যেন ইফতারের কষ্ট না হয় ধর্ম -বর্ণের ঊর্ধ্বে এসে বিগত কয়েক বছর আমি তাদের মাঝে ইফতার বিতরণ করছি। এসব মানুষের হাতে ইফতার তুলে দিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। ধর্মকে আলাদা রেখে মনুষ্যত্বকে সামনে এনে মানবিক কাজ করাকে নেতৃত্ব বলে। আমি সেই মানবিক নেতৃত্ব দিতে চাই।
উল্লেখ্য, ছাত্রলীগ নেতা অপু দাশ অনিক প্রতি বছরই অসহায় দুস্থ মানুষদের মাঝে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করেন। এর আগেও করোনাকালে সকল ধর্মের অসহায়, দুস্থ্য মানুষকে খাদ্য সামগ্রী সহায়তা দেন। তার এমন জনহিতকর কর্মকান্ডে এ এলাকার জনসাধারণ ও দলমত নির্বিশেষে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।
Leave a Reply