ফেনী প্রতিনিধি : গত শনিবার ঈদুল আযহার দিন (১আগস্ট) বিকাল সাড়ে ৪ টায় দীর্ঘ ২০ বছর পর ফেনীর নিজ বাড়ীতে এসে মুজিব উদ্যানে হাজার হাজার নেতাকর্মীদের উদ্দেশ্যে জ্বালাময়ী ভাষন দেন জয়নাল হাজারী। তবে প্রথমেই তিনি তার পিতা-মাতা-ভাই ও আত্নীয়স্বজনদের কবর জিয়ারত করে মুজিব উদ্যানে গিয়ে নেতাকর্মি ও তার সমর্থকদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এসময় কর্মি-সমর্থক ও আত্মীয়স্বজনদের ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হন জয়নাল হাজারী। দীর্ঘদিন পর তাকে দেখতে পেয়ে কর্মি-সমর্থকরা আবেগে আপ্লুত হয়ে কান্নায় ভেঙ্গে পড়েন অনেকে। প্রিয় নেতাকে এক নজর দেখতে ভিড় সামলাতে হিমশিম খেতে হয় পুলিশসহ তার নিরাপত্তায় থাকা লোক জনদেরকে। মিছিলে মিছিলে কম্পিত হয় ফেনীর ঐতিহাসিক মুজিব উদ্যান। শ্লোগানে-শ্লোগানে বলা হয় হাজারী ভাই ভয় নেই, রাজপথ ছাড়ি নাই, শেখ হাসিনা ভয় নেই, রাজপথ ছাড়ি নাই।
এদিকে জয়নাল হাজারীর আগমন কে কেন্দ্র করে পুরো ফেনী প্রশাসনের কঠোর নিরাপত্তা ব্যবস্থায় নিরাপত্তার চাঁদরে ডাকা ছিলো ফেনী শহর। ফেনী শহরে জাই, পুলিশের পাশাপাশি ডিবি পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের মোতায়েন করা হয়। হামলার আশংকায় শহরের বিভিন্ন চেকপোস্টে তল্লাশিও করা হয়। বিকাল থেকে নিরাপত্তার কথা চিন্তা করে ফেনী শহরের গুরুত্বপুর্ণ প্রবেশ পথ বন্ধ করে দেয় ফেনী জেলা পুলিশ।
ঈদের দিন বিকাল সাড়ে ৪টার দিকে তিনি এম্বুলেন্স যোগে নিজ বাড়ীতে আসেন। এসময় হাজার হাজার নেতাকর্মীর ভিড়ও দেখা গেছে। নেতাকর্মীদের নিয়ে মা,বাবা ও ভাইসহ পরিবাবের লোকদের কবর জিয়ারত করেন মু্ক্তিযোদ্ধা জয়নাল হাজারী। এসময় কবর জিয়ারতের মুনাজাত পরিচালনা করেন হাজারিকা প্রতিদিনের সাংবাদিক মো: আব্দুর রহিম।
সময় স্বল্পতার কারনে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দেওয়া দিনের কর্মসুচী থাকা স্বত্বেও ফুলগাজীর সাবেক উপজেলা চেয়ারম্যান একরামুল হক একরামের কবর জিয়ারত করতে পারেন নি তিনি।
আগামী ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস ফেনীতে পালন করার ঘোষণা দেন জয়নাল হাজারী। তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দুর্নীতিমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে। তিনি সকল ভেদাভেদ ভুলে নেতা-কর্মিদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
জয়নাল হাজারীর আগমন উপলক্ষে ফেনীর মাস্টারপাড়াসহ ফেনীর সার্বিক নিরাপত্তা ব্যাবস্থা জোরদার করা হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে। ফেনীর পৌরশহরে জনসাধারণের চলা-চলেও ছিলো কঠোর নিরাপত্তা। ফেনীর গুরুত্বপুর্ণ ৪টি পয়েন্টে চেকপোস্টও বসানো হয়েছিলো। মুজিব উদ্যানে নেতা কর্মীদের উদ্দের্শ্যে বক্ত্য শেষে তিনি ফেনীর বড় পীর পাগলা মিয়ার মাজার জিয়ারত করে শনিবার রাত ৮টার দিকে ঢাকার উদ্দেশ্যে ফিরে যান বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য বীর মু্ক্তিযোদ্ধা জয়নাল হাজারী। এসময় জেলা আওয়ামীলীগ নেতা আজহারুল হক আরজু ও শাখাওয়াত হোসেন ভুঞা এবং হাজারিকা আইটি বিভাগের প্রধান আরিফ হোসেন জয়, বারেক মজুমদারসহ বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
Leave a Reply