রোকসানা সুখী
যখন আমি দেশের তরে রঙিন রঙিন স্বপ্ন আঁকি
যখন আমি দূর গগনে সূর্য ছোঁয়ার স্বপ্ন মাখি
মানুষ নামক হিংস্র দানব কটু কথার অস্ত্র মারে
হ্যাঁচকা টানে নামাতে চায় আকাশ ছোঁয়া স্বপ্নটারে।
নইতো ওরে ভীতু আমি সাগর বুকে জোয়ার আনি
অমাবস্যা আঁধার বুকে পূর্ণিমা চাঁদ তুলতে জানি।
যখন আমি শিকল ভাঙার মন্ত্র বলি বজ্র সুরে
তোরা তখন নারী কণ্ঠ পূণ্য- পাপে দিস যে মুড়ে
যখন আমি রঙবেরঙের প্রজাপতির ডানায় উড়ি
কীসের নেশায় বন্দি করিস সুতো কাটা রঙিন ঘুড়ি?
নইতো শুধু নইতো নারী মন্ত্র ওরে,
মন্ত্র জানি রুক্ষ খরা মাটির বুকে ঢালতে পারি বর্ষারানি।
যখন আমি অধিকারে প্রতিবাদের ঝান্ডা তুলি
তোরা তখন বেশ্যা বলে কন্ঠরোধে মারিস গুলি
যখন আমি মাতৃ বুকে স্বাধীন চেতা কাব্য বলি
তখন তোরা রুদ্ধশ্বাসে সদ্যফোটা ছিঁড়িস কলি।
ভাবছিস কেন নারী শুধু— একাত্তরের গল্প জানি
ভ্রষ্ট পথের নষ্ট বোধে মুক্ত পায়ে আঘাত হানি।
কবি’র পিছে লড়ছে কবি শিকল দিয়ে টানছে তলে
নারী নামক ধাবকা লাগায় পিষছে নিঠুর যাঁতাকলে
আকাশ থেকে শত তারা খসে পড়ে
অনাদরে আবার তারা যুদ্ধ জয়ের স্বপ্ন বুকে ফিরে ঘরে।
নারী নারী বলিস নারে মন্ত্র জানি ধরতে টানি
কালবৈশাখী ঝড়ের বুকে বসন্তরাজ আনতে জানি।
যুদ্ধ জয়ের মশাল হাতে আসছি আমি ঘূর্ণি চড়ে
মাতৃ বুকের হায়না-শুকর সবকটাকে মারবো ধরে
সামনে অস্ত্র পিছে হিংসা ডানে-বামে শত্রু-হানা নইতো
আমি অবুঝ নারী মন্ত্র আছে লাখো জানা।
নারী নারী জপিস না আর
ভালোবাসি মুজিব বাণী
হাওয়ার বুকে লাগাম কষে অস্ত্র হাতে ধরতে জানি।
Leave a Reply