1. [email protected] : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. [email protected] : Mozammel Alam : Mozammel Alam
  3. [email protected] : nakshibarta24 :
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৩:৩০ অপরাহ্ন
১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

মফস্বলে একজন তরুণ উদ্যোক্তার কথা

  • প্রকাশকালঃ রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৬৩৮ জন পড়েছেন

নিজস্ব প্রতিনিধি : তৌহিদুল ইসলাম রবিন একজন স্বাধীনচেতা মানুষ। কোনোপ্রকার চাকরী উনাকে কখনো আকৃষ্ট করতে পারেনি। মানবতাবাদী একজন মানুষ সবসময় সমাজ সচেতনামূলক কাজে নিজেকে জড়িত রাখতে সাচ্ছন্দ্যবোধ করেন। জনকল্যাণে সবসময় ক্রিয়েটিভ আইডিয়া নিয়ে তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে নতুন কিছু করার চেষ্টায় থাকেন সবসময়।

নিজে লেখালেখির সঙ্গে জড়িত থাকার কারনে তরুণদের বইমুখী করার জন্য একটি ম্যাগাজিনের কাজ করেন ২০১৬ সালে। তিনি লাকসামের সর্বপ্রথম আঞ্চলিক ম্যাগাজিন টি.আর স্টার নামে একটি ম্যাগাজিন সম্পাদিত করেন। উক্ত ম্যাগাজিনে তিনি লাকসামের ছাত্রছাত্রী,তরুণ প্রজন্ম সহ সকল বয়সী লেখকমনা মানুষদেরকে নিজেদের প্রতিভা প্রকাশের সুযোগ করে দেন। তখনকার সময় ম্যাগাজিনটা খুবই জনপ্রিয়তা অর্জন করে নেন। পর্যায়ক্রমের যুগের সঙ্গে তাল মিলিয়ে তিনি ইকমার্স ব্যবসার দিকে ঝুঁকি নেন। ২০১৪ সালের শখের বসে তৈরী Laksam Online Shop পেইজটি নিয়ে তিনি ২০১৬ সাল থেকে পূর্ণরূপে সময় দিতে শুরু করেন। পত্রিকার প্রতিনিধি উদ্যোক্তা তৌহিদুল ইসলাম রবিনকে লাকসাম অনলাইনশপ নামকরন সম্পর্কে জানতে চাইলে তিনি উত্তরে বলেন- Laksam Online Shop কুমিল্লা জেলা,লাকসাম উপজেলার সর্বপ্রথম অনলাইনশপ।

লাকসাম রেলওয়ে জংশন বাংলাদেশের পাঁচটি বৃহত্তম জংশনের একটি। তাই সারাদেশেই লাকসাম সুপরিচিত একটি স্থান। তাছাড়া দক্ষিণ এশিয়ার প্রথম মহিলা নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানীর বাড়ী লাকসাম উপজেলায়। তাই দেশের এই গুরুত্বপূর্ণ স্থানের নাম দিয়ে লাকসাম অনলাইনশপ নামে পেইজের নামকরণ করা হয়েছে। ২০২০ সালের শুরুতে লাকসাম জংশনে লাকসাম অনলাইনশপ নামে একটি শোরুম চালু করা হয়েছে।

তিনি বললেন লাকসাম অনলাইনশপ এর মাধ্যমে সব বয়সের ক্রেতাদের নিত্যদিনের প্রয়োজনীয় প্রতিটি পণ্যসামগ্রী যেমন, শার্ট, প্যান্ট, থ্রীপিস, পাঞ্জাবী, বেডসিট, কসমেটিকস আইটেম, গ্যাজেট, ইলেকট্রনিক্স, গৃহস্থালি সামগ্রী, চামড়াজাত পণ্য, গহনা, বাচ্চাদের বিভিন্ন সামগ্রী, প্রসাধনী ফ্যাশন ও লাইফস্টাইল পন্য থেকে শুরু করে সবকিছুই অত্যন্ত সুলভ মুল্যে ঘরে বসেই ক্রয় করার সুযোগ করে দিচ্ছেন। বাংলাদেশের যেকোনো স্থান থেকে যেকোনো সময়ে ফেসবুক/ইন্টারনেটের মাধ্যমে অনলাইনের ক্রেতারা তাদের পছন্দনীয় পণ্যের অর্ডার করলে Laksam Online Shop নিজস্ব ব্যবস্থাপনায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে ক্রেতাদের নিকট পণ্য ডেলিভারী দিয়ে থাকেন।

জানতে চাইলেন, লাকসামের মত মফস্বলে থেকে অনলাইন ব্যবসায় কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন? উদ্যোক্তা বলেন লাকসামের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কুরিয়ার সার্ভিস সমস্যা। বর্তমানে কাস্টমাররা ক্যাশ অন ডেলিভারি এবং হোম ডেলিভারি ছাড়া অনলাইনে পণ্য ক্রয় করতে অনাগ্রহ প্রকাশ করেন। অথচ ঢাকা কেন্দ্রিক সকল ইকমার্স কোম্পানি এসব সুযোগ সুবিধা দিয়ে থাকেন। এরপর প্রোডাক্ট সোর্সিং একটা সমস্যাতো থেকেই যায়। বর্তমানে কিন্তু অনলাইন ব্যবসায়ীরা সবচেয়ে বেশী প্রতিযোগিতার সম্মুখীন হচ্ছে। কার থেকে কে কত কম মূল্যে পণ্য দিতে পারবে আর এই প্রতিযোগিতা করতে গিয়ে পণ্যের মান কমে যাচ্ছে এবং প্রতারিত হচ্ছে সাধারণ গ্রাহক।

লাকসাম অনলাইনশপ পণ্যের সর্বোচ্চ কোয়ালিটি নিশ্চিত করে গ্রাহকের সন্তুষ্টির অর্জনের লক্ষ্যে ব্যবসা পরিচালনা করছে দীর্ঘ কয়েকবছর। ইতিমধ্যে লাকসামে বসে বাংলাদেশের দূরদূরান্তে সঠিক পণ্য পৌঁছে দেওয়ার সুনাম অর্জন করে নিয়েছেন লাকসাম অনলাইনশপ। আপনারা পেইজ ভিজিট করে কাস্টমার রিভিউ দেখলে পজিটিভ ধারনার পাবেন। আশা করি।

নতুনদের উদ্দেশ্যে কিছু বলুনঃ নতুনদের উদ্দেশ্যে বলবো আপনারা ব্যবসা শুরু করার আগে এই বিষয়ে যথেষ্ট পড়াশুনা করুন, অভিজ্ঞদের কাছ থেকে পরামর্শ নিন। পণ্যের সঙ্গে ছবির মিল রাখুন, কোয়ালিটি ঠিক রাখুন এবং বাজারমান যাচাই করে পণ্যের মূল্য নির্ধারণ করুন। কারো প্রতি হিংসাত্মক মনোভাব না রেখে একে অন্যের সহযোগী হলে আমরা মফস্বলে থেকেও ইকমার্স সেক্টরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবো আশা করি। আসুন আমরা চাকরী না খু্ঁজে উদ্যোক্তা হওয়ার চেষ্টা করি।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম