এম এন আরমান:
কান্নার আর্তনাদ হৃদয়টাকে প্রকম্পিত করেছে,
দুর থেকে ব্যাথা অনুভব করেছি।
কান্নার কোলাহলে নিজেকে হারিয়ে ফেলেছি,
তবু ছুতে পারি নি তোমায়,
জানাতে পারিনি সমবেদনা।
তোমার চোখের লোনা জল,
দেখিনি বটে,তবু কেঁদেছি শূন্য হৃদয়ে,
তোমার ভাঙ্গা হৃয়দের ব্যাথা,
দুর থেকে অবলোকন করি সত্তেও,
আমি হেরে যায়নি,
আমার পথ রুদ্ধ করেছে,
মানুষ্য তৈরি সেই একতা নামক,
ধর্মের বেড়াজাল।
তবু চেতনার লক্ষ্য স্হির,
পূর্ণিমার আলোয় আলোকিত,
হবে আমার পূর্ণাঙ্গ জীবন।
Leave a Reply