মোঃ হুমায়ুন কবির মানিক :
“মুজিববর্ষের অঙ্গীকার, সড়ক হবে সংস্কার” এই শ্লোগানকে সামনে রেখে কুমিল্লার মনোহরগঞ্জে “গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাস” এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার মনোহরগঞ্জ-হাসনাবাদ সড়কে আনুষ্ঠানিকভাবে এ মাসের উদ্বোধন করেন স্থানীয় সরকার কুমিল্লার উপ-পরিচালক মোহাম্মদ শওকত ওসমান।
এসময় মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া হোসেন, উপজেলা প্রকৌশলী আল আমিন সরদার, খিলা ইউপি চেয়ারম্যান আল আমিন ভূঁইয়াসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
অক্টোবর মাসব্যাপী সড়ক সংস্কার কার্যক্রম চলবে। গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণে স্থানীয় সকল শ্রেণি পেশার মানুষের সহযোগিতা কামনা করেন স্থানীয় সরকার কুমিল্লার উপ-পরিচালক মোহাম্মদ শওকত ওসমান।
Leave a Reply