মোঃ হুমায়ুন কবির মানিক :
কুমিল্লার মনোহরগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ব্র্যাক ভিশনের উদ্যোগে মনোহরগঞ্জ সরকারি কলেজ সংলগ্ন ব্র্যাক ভিশন সেন্টারে এ দিবস পালন করা হয়।
এ উপলক্ষ্যে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসার আয়োজন করে মনোহরগঞ্জ ব্র্যাক ভিশন সেন্টার। এতে উপজেলার অর্ধশতাধিক চক্ষুরোগী বিনামূল্যে চিকিৎসা নেন।
উল্লেখ্য, প্রতি বছর অক্টোবর মাসের দ্বিতীয় বৃহস্পতিবার দৃষ্টি দিবস পালন করা হয়। চোখের যত্ন নেওয়ার জন্য গণসচেতনতা তৈরি, চক্ষু রোগ নির্মূলে প্রভাবিত করা, চোখের যত্ন নেওয়ার তথ্য জনগণের কাছাকাছি আনাই হলো বিশ্ব দৃষ্টি দিবসের লক্ষ্য। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনে দিবসটি পালন করা হয়।
Leave a Reply