অরবিন্দ দাস, নাঙ্গলকোট :
কুমিল্লার নাঙ্গলকোটে ডাকাতির তিকালে প্রস্তুতিকালে ছয় ডাকাতকে আটক করেছে থানা পুলিশ। এসময় ডাকাতদের কাছ থেকে দু’টি ধারালো ছুরি ও দু’টি চেনি উদ্ধার করা হয়। বৃহস্পতিবার গভীর রাতে ঢালুয়া ইউপির চিলপাড়া ব্রীজ এলাকা থেকে একটি পিকআপভ্যানসহ তাদের আটক করা হয়। গতকাল শুক্রবার আটককৃত ডাকাতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
আটককৃতরা হলেন, দেবিদ্বার উপজেলার নুরমানিকচর গ্রামের নুরুল হকের ছেলে সুজন (৩২) একই গ্রামের ইব্রাহিম খলিলের ছেলে মোশারফ হোসেন (২৪), ওই উপজেলার সুরপুর গ্রামের বাদশা মিয়ার ছেলে আলম (২৭), গঙ্গানগর গ্রামের জামাল হোসেনের ছেলে ইসমাঈল (২৫), জাফরাবাদ গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে মেহেদী হাছান বাবুল (২৪), বাগুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে আব্দুল কাদের জিলানী (১৯)।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ঢালুয়া ইউনিয়নে চিলপাড়া এলাকায় পুলিশের রাতের টহল চলাকালে একটি পিকাআপভ্যানকে (ঢাকা মেট্রো ন-১৬০৭৪৩) সন্দেহ হলে উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন খন্দকার তার ফোর্স নিয়ে পিকআপভ্যানটিকে তল্লাশি করে তাদের আটক করে থানায় নিয়ে আসে।
থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আশ্রাফুল ইসলাম বলেন, থানা এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশি নজরদারি ও টহল বৃদ্ধি করা হয়েছে। ফলে ঐ এলাকায় পুলিশি টহল চলাকালে চিলপাড়া ব্রিজ এলাকা থেকে পিকআপ ভ্যান সহ ৬ ডাকাতকে আটক করা হয়। তাদের কাছ থেকে ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। আটক সুজনের বিরুদ্ধে চান্দিনা ও দেবিদ্বার থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে।
Leave a Reply