চৌদ্দগ্রাম প্রতিনিধি :
কুমিল্লার চৌদ্দগ্রামে নামাজ পড়া অবস্থায় কুড়াল দিয়ে কুপিয়ে মা কে হত্যা করেছে পাষন্ড ছেলে। রোববার দুপুরে উপজেলার ৫নং শুভপুর ইউনিয়নের পাশাকোট গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই গ্রামের ক্বারী আনোয়ার উল্যার ছেলে আবু বক্কর বিডিআর বিদ্রোহ মামলায় দীর্ঘদিন কারাগারে ছিল। এরপর থেকে অনেকটা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। রোববার দুপুরে তার মা খায়েরুন নেছা (৮০) যোহারের নামাজ পড়ছিলেন। এসময় ঘরে থাকা কুড়াল দিয়ে নামাজরত মা কে এলোপাতারী কুপিয়ে হত্যা করে ছেলে আবু বকর। পরে ঘরের অন্য সদস্যদের আত্মচিৎকারে আশে পাশের লোকজন ছুঁটে এসে ঘাতক ছেলে আবু বক্কর কে আটক করে পুলিশে সোপর্দ করে। চৌদ্দগ্রাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শুভরঞ্জন চাকমা জানান, ঘাতক ছেলে কে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply