মোঃ হুমায়ুন কবির মানিক ॥
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য মনোনীত হওয়ায় দলের নেতাকর্মী ও শুভাকাঙ্খীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন উপজেলার পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম। গতকাল উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় সভাপতি মাষ্টার আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য হিসেবে আমিরুল ইসলামের নাম ঘোষনা করেন। পরে দলের নেতাকর্মী ও শুভাকাঙ্খীরা তাকে পালাক্রমে ফুলেল শুভেচ্ছা জানান।
আমিরুল ইসলাম স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপির ভ্রাতুষ্পুত্র। তিনি এর আগে উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি এবং কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন। ২০১৯ সালে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়ে ছাত্রনেতা থেকে জননেতায় রূপান্তরিত হন আমিরুল ইসলাম। দায়িত্ব গ্রহণের পর থেকে অদ্যাবধি উপজেলার সার্বিক উন্নয়নে নিরলস ভাবে কাজে করে যাচ্ছেন তিনি। ইতোমধ্যে তিনি সকল শ্রেণি-পেশার মানুষের কাছে ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করেছেন।
মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য মনোনীত হওয়ায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপিসহ দলীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আগামী দিনে দায়িত্ব পালনে সকলের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করেছেন আমিরুল ইসলাম।
Leave a Reply