আবুল কালাম আজাদ :
আধুুনিক লাকসাম-মনোহরগন্জ উপজেলার উন্নয়নের রুপকার এলজিআরডি মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপির নির্দেশনায় নভেল করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় গঠিত মনোহরগন্জ উপজেলা ত্রাণ তহবিলে গত মঙ্গলবার নগদ ১লক্ষ টাকা দিলেন উত্তর হাওলা ইউপি চেয়ারম্যান আবদুল হান্নান হিরন। তিনি মনোহরগন্জ উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানার মাধ্যমে টাকা জমা দেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিরুল ইসলাম, উত্তর হাওলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক সামছুল আলম মজুমদার, ইউনিয়ন যুবলীগ সভাপতি আনিছুর রহমান শামিম, ইউনিয়ন যুবলীগ সাধারন সম্পাদক আব্দুস সাত্তার সোহাগ, যুবলীগ নেতা ওমর ফারুক, উপজেলা স্বেচ্চাসেবক লীগের যুগ্ন আহবায়ক নজরুল ইসলাম সোহেল, যুবলীগ নেতা স্বপন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক আব্দুল হালিম অভি, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ যুগ্ন আহবায়ক শাহাবুদ্দিন শাকিল, ইউনিয়ন ছাত্র লীগের সাধারন সম্পাদক আব্দুল হান্নান, ছাত্রলীগ নেতা নজরুল ইসলাম মানিক, ছাত্রলীগ নেতা তুহিন সহ নেতৃবৃন্দ।
এ বিষয়ে উত্তর হাওলা ইউপি চেয়ারম্যান আবদুল হান্নানের কাছে জানতে চাইলে তিনি জানান, আমরা জাতির জনকের আদর্শের রাজনীতি করি। জাতির জনকের অন্যতম কাজই ছিল সাধারণ মানুষের মুখে হাসি ফোটানো।বর্তমানে করোনা ভাইরাস সংক্রমনের কারনে বিশ্বজুড়ে সকল সেক্টরগুলো স্থবির হয়ে রয়েছে। তাই কর্মহীন ও অসহায় মানুষগুলো যাতে খাদ্য সংকটে না পড়ে। সেলক্ষ্যে আমাদের প্রিয় নেতা মাননীয় এলজিআরডি মন্ত্রী মহোদয়ের নির্দেশে সরকারী অনুদানের পাশাপাশি উপজেলা ত্রান তহবিল গঠন করা হয়েছে। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে উক্ত উদ্যোগের সাথে ১লক্ষ টাকা দিয়ে শরীক হতে পেরে আত্নতৃপ্ত মনে করছি। তিনি বলেন রাজনীতি করতে গিয়ে কয়েকবার মৃত্যুর হাত থেকে রক্ষা পেলেও কখনো প্রতিহিংসার রাজনীতি শিখতে দেননি আমার রাজনৈতিক অভিভাবক মাননীয় মন্ত্রী মহোদয়। পরে তিনি সকলকে নিজ নিজ অবস্থান থেকে সতর্কতার সাথে করোনাকে মোকাবেলার আহবান জানান।
Leave a Reply