চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের পন্নারা ভার্ড কামাল চক্ষু হাসপাতাল মঙ্গলবার দুপুরে পরিদর্শন করেন ভার্ড কামাল চক্ষু হাসপাতালের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এমরানুল হক কামাল। এই সময় তাকে হাসপাতালের সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন হাসপাতালের সহকারী ম্যানেজার শ্যামল চন্দ্র দেব।
এতে উপস্থিত ছিলেন, ভার্ড কামাল চক্ষু হাসপাতালের মেডিকেল অফিসার সৌরভ কুমার নাথ, ইউপি সদস্য ডাঃ সোহরাওয়ার্দ্দী, মাষ্টার আব্দুল খালেক, সাবেক ইউপি সদস্য আফজালুর রহমান, প্যারা মেডিক অফিসার মোঃ রাসেল হোসেন, অটি ইনচার্জ মনোয়ারা সহ আরো অনেকে।
হাসপাতাল সূত্রে জানা গেছে ২৫ নভেম্বর থেকে আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত দুইশতর অধিক চোখে ছানি পড়া হত দরিদ্র চক্ষু রোগিকে বিনামূল্যে অপরাশেন করা হবে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
Leave a Reply