নকশী বার্তা ডেস্ক : যৌন হয়রানির ক্ষেত্র বিভিন্ন প্রক্রিয়ায় এতদিন হয়ে আসলেও এবার নতুন মাত্রা যোগ হয়েছে এক্ষেত্রে। আশ্চর্যজনক হলেও সত্যি, ভিক্ষাবৃত্তির আড়ালে নারীদের কৌশলে যৌন হয়রানি করার অভিযোগে এক বৃদ্ধ ভিক্ষুককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি রাজশাহী মহানগরীতে।
সোমবার ভোর ৪টার দিকে মহানগরীর শাহমখদুম কলেজের পিছনে পাচানি মাঠ নামে এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, প্রতিনিয়ত ভিক্ষাবৃত্তির নামে মহানগরীর ব্যস্ততম এলাকা আরডিএ মার্কেটসহ বিভিন্ন জায়গায় ৫০ ঊর্ধ্ব ওই বৃদ্ধ মেয়েদের কৌশলে যৌন হয়রানি করেন। রাস্তাঘাট ও বাজারে ওই বৃদ্ধ কৌশলে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীসহ সকল বয়সী নারীদের যৌন হয়রানি করার অভিযোগও করেছেন ভুক্তভোগীরা। ইতোমধ্যে এই অনৈতিক কাজটির ভিডিও ভাইরাল হয় ফেসবুকসহ অন্যান্য গণমাধ্যমে। এতে শুরু হয় সমালোচনা ঝড়।
রোববার অভিনব কায়দায় বৃদ্ধের ভিক্ষাবৃত্তির আড়ালে যৌন হয়রানির বিষয়টি সাইফুল ইসলাম দুলাল নামে এক যুবকের দৃষ্টিগোচর হয়। পরে তিনি গোপনে প্রায় ৮ মিনিটের একটি ভিডিও ধারণ করে সেটি ফেসবুকে দেন। পরে সন্ধ্যার দিকে ওই পোস্ট দিলে মুহূর্তের মধ্যে বিষয়টি সবার দৃষ্টিগোচর হয়। এ ঘটনায় ওই লোকটির আইনের আওতায় এনে গ্রেপ্তার ও শাস্তির দাবি করে অনেকেই সেই পোস্টে কমেন্ট করেছেন।
বোয়লিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভিডিওটি দেখার পরপরই ওই বৃদ্ধকে শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য নির্দেশনা প্রদান করেন আমাদের মাননীয় পুলিশ কমিশনার স্যার। তারপর থেকেই তার খোঁজখবর নিয়ে তাকে গ্রেপ্তার করি। এ ঘটনায় তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনের ধারায় মামলা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
Leave a Reply