মুহা. ফখরুদ্দীন ইমন :
কুমিল্লার চৌদ্দগ্রামে বৃহস্পতিবার সকালে বিশেষ অভিযান পরিচালনা করে ২ কেজি গাঁজা সহ দুই যুবককে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা হলো: নোয়াখালী সেনবাগের কেশারপাড়া গ্রামের মো: আবুল হোসেনের ছেলে সবুজ (২৯) এবং চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের তাজুল ইসলামের ছেলে বশির (৩৮)।
চৌদ্দগ্রাম থানার এসআই মনির হোসেন জানান, “গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাতিসা ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কালিকাপুর উত্তর পাড়া এলাকায় কালা মমিনের বন্ধ হোটেলে অভিযান চালিয়ে গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। মাদক আইনে মামলা দায়ের শেষে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়”।
Leave a Reply