1. [email protected] : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. [email protected] : Mozammel Alam : Mozammel Alam
  3. [email protected] : nakshibarta24 :
সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:১২ অপরাহ্ন
৪ঠা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

চৌদ্দগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

  • প্রকাশকালঃ শনিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২১
  • ১৮৬ জন পড়েছেন

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম :

কুমিল্লার চৌদ্দগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। শনিবার (২০ ফেব্রুয়ারী) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার মিরশ্বানী এলাকার ধর্মপুর নাজিম আলী স্কুল এন্ড কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। সন্ধ্যা ছয়টা পর্যন্ত নিহতেরদের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রামমুখী একটি মোটরসাইকেলে দু’জন আরোহী দ্রুতগতিতে যাচ্ছিল। এসময় চৌদ্দগ্রাম মিরশ্বানী এলাকায় পৌঁছলে পাশের সংযোগ সড়ক থেকে একটি মাটিবাহী ড্রামট্রাক মহাসড়কে উঠার সময় মোটরবসাইকেলটির সাথে ধাক্ক লেগে মোটরসাইকেল আরোহী দু’জন ছিটকে মহাসড়কে পড়ে যায়। এসময় পেছন থেকে অজ্ঞাতনামা একটি লরি গাড়ী দু’জনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দু’জন মারা যায়।

এ বিষয়ে মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ একেএম শরফুদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি টিম দুর্ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল রিপোর্ট শেষে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে তারা ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিল। তাদের ব্যবহৃত মোবাইল কল পর্যালোচনা করে তাদের বাড়ী চট্টগ্রাম বা কক্সবাজার জেলায় বলে অনুমান করা হচ্ছে। বিস্তারিত পরিচয় সনাক্তের পর বলা যাবে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম