মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম :
কুমিল্লার চৌদ্দগ্রামে ৩১ বোতল বিদেশি হুইস্কিসহ দুই যুবককে আটক করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশ। আটককৃতরা হলো: উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের বারাইশ গ্রামের সোলায়মানের ছেলে মো: মাসুম ও একই গ্রামের খোরশেদ আলমের ছেলে আবু আহমেদ জনী। জানা গেছে, কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদের নির্দেশে এবং চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমার সার্বিক তত্ত্বাবধানে গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম থানার এসআই মো: আব্দুল মজিদের নেতৃত্বে মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকালে এক বিশেষ অভিযান পরিচালনা করে পৌরসভাধিন লক্ষ্মীপুর এলাকার সুমন ওয়ার্কশপের সামনের পাকা সড়কের উপর থেকে ৩১ বোতল বিদেশি হুইস্কিসহ মাসুম ও জনীকে আটক করা হয়। এবিষয়ে চৌদ্দগ্রাম থানার এসআই মো: আব্দুল মজিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে ৩১ বোতল হুইস্কিসহ দুই যুবককে আটক করে থানায় নিয়ে আসা হয়। পরে থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
Leave a Reply