মোজাম্মেল হক আলম :
আজ ২৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি শহিদুল্লাহ খাঁন সবুজের ৭ম মৃত্যুবার্ষিকী। ২০১৪ সালের এ দিনে উপজেলা পরিষদ নির্বাচন চলাকালীন মনোহরগঞ্জ উপজেলার দাদঘর এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন তিনি। ওইদিন রাত ১১টায় কুমিল্লা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শহীদুল্লাহ খান সবুজের মৃত্যু হয়।
মরহুম শহিদুল্লাহ খাঁন সবুজের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আজ মরহুমের কবরে ফুলেল শ্রদ্ধা নিবেদনসহ মরহুমের স্মৃতিচারণ করার কর্মসূচি হাতে নিয়েছে লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলা ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
ছাত্রলীগ নেতা শহিদুল্লাহ খাঁন সবুজের নীতি-আদর্শ প্রজন্ম থেকে প্রজন্মান্তরে অমর হয়ে থাকবে দাবি করে মনোহরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বিপ্লব বলেন, ‘মরহুম শহীদুল্লাহ খাঁন সবুজ ভাই ছিলেন একজন সৎ, আদর্শবান ছাত্রনেতা। কুমিল্লার প্রত্যন্ত অঞ্চল মনোহরগঞ্জে ছাত্রলীগ প্রতিষ্ঠাকালে তিনি নিজের সততা ও মেধার স্বাক্ষর রেখে গেছেন। যা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে অমর হয়ে থাকবে।’
Leave a Reply