ছবি : মরহুম শহিদুল্লাহ খান সবুজের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ।
মোজাম্মেল হক আলম :
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম শহিদুল্লাহ খাঁন সবুজের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ২৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার মরহুমের কবর যেয়ারত, কবরে ফুলেল শ্রদ্ধা নিবেদন, মরহুমের স্মৃতিচারণ এবং আত্মার মাগফেরাত কামনার্থে মিলাদ-মাহফিল ও দোয়া-মুনাজাতের আয়োজন করে মনোহরগঞ্জ উপজেলা ছাত্রলীগ।
উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান শামীম ও সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বিপ্লবের আয়োজনে উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি বেলায়েত হোসেন ইকবাল, সহ-সভাপতি মোহাম্মদ আলী, আমজাদ হোসেন মানিক, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফাহাদ, সাংগঠনিক সম্পাদক আবু জাহের রাহি, স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক ওমর ফারুক, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, ইউনিয়ন ছাত্রলীগ নেতা শিমুল খান, আজিম উদ্দিন বাহার, নূর খান মিঠু, মাহবুব আলম, মশিউর রহমান মিলন প্রমুখ।
উল্লেখ্য, ২০১৪ সালের এ দিনে উপজেলা পরিষদ নির্বাচন চলাকালীন মনোহরগঞ্জ উপজেলার দাদঘর এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন তিনি। ওইদিন রাত ১১টায় কুমিল্লা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শহীদুল্লাহ খান সবুজের মৃত্যু হয়।
Leave a Reply