ছবি : প্রতিকী।
স্টাফ রিপোর্টার : কুমিল্লার বরুড়ায় ভাতিজার চুরিঘাত চাচা খুন হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ বাতিজা সহ ৩ জনকে গ্রেপ্তার করেছে। পুলিশ লাশ উদ্বার করে ময়নাতদন্ত জন্য কুমিল্লা মেডিকেল কলেজের মর্গে পাঠায়।
জানা গেছে, উপজেলা আদ্রা গ্রামে (১৪মার্চ) গবীর রাতে ভাতিজা শরিফ হোসেনের নেতৃত্বে চাচা শাহজাহানকে ঘর থেকে বের করে এনে মারধর করেন। শরিফের সঙ্গি হোন তার আপন আর চার ভাই রুবেল, মাসুদ ও তার বাবা সোলেমান।
রাত ১টা শরিফের পরিবার মাহফিল থেকে এসে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাচা শাহাজাহানকে মারধ করে পরে চুরিঘাত করে হত্যা করা হয়। রাতে বরুড়া থানার পুলিশ অফিসার মিজানুর রহমান ঘটনাস্থলে গিয়ে ৩জনকে আটক করে।
এই বিষয়ে বরুড়া উপজেলা আদ্রা ইউনিয়নের চেয়ারম্যান আঃ করিম বলেন, ঘটনা সত্যতা পাওয়া গেছে। পুলিশ এসে ৩জনকে গ্রেপ্তার করে এবং লাশ নিয়ে যায়।
অন্যদিকে, পুলিশের এসআই মিজানুর রহমান বলেন, ঘটনা স্থলে আমরা এসে লাশ উদ্ধার করি। ময়নাতদন্ত জন্য মেডিকেলে মর্গে পাঠানো হয়। এখনও কোন মামলা হয়নি। দুই পরিবার জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে ভাই ভাতিজারা মিলে সোলেমানকে হত্যার সত্যতা পাওয়া যায়।
Leave a Reply